জয়পুরহাট থেকে নওগাঁয় বনভোজনের যাওয়া বাসটি ফেরার পথে নদীর খাদে পড়ে নিহত-২ আহত-২৫
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলা উপজেলার কালাই উপজেলার মোলামগাড়ী বাজার থেকে ব্রাইট ফিউচার কিন্ডার গার্ডেনের উদ্যোগে নওগাঁ জেলাতে বনভোজনে যাওয়া শিশু ছাত্রছাত্রী ও অভিভাবক বহনকারী বাসটি বনভোজন শেষে জয়পুরহাটে উদ্দেশে ফেরার পথে জয়পুুরহাট-নওগাঁ জেলার ছোট তুলসীগঙ্গা নদীর খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এবং এই দুর্ঘটনায় সর্বশেষ জানা মতে কমপক্ষে ২৫ জন শিশু ও অভিভাবক আহত হয়েছেন। খাদে পড়া বাসটির ভিতরে থাকা আহতদের স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল ভর্তি করালে নওগাঁ সদর হাসপাতাল গুরুতর আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নওগাঁ শহরের পার-নওগাঁ তুলসিগঙ্গা নদীর খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে যে ঘটনায় আহতদের মধ্যে দুই জন শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।
এই ঘটনার নিহত একজন শিক্ষার্থীর অভিভাবক মোঃ লিটন হোসেন (৩৫) অপরজন বাবুর্চি জাহিদুল ইসলাম(৪০) তারা জয়পুরহাট জেলার বাসিন্দা।
নওগাঁ সদর হাসপাতালে ভর্তিরত আহতরা যাহা আছেন, ১.মালেকা,২. মুজিবুল,৩. সানিপিহা,৪. তাসলিমা,৫. নুশরাত,৬. লায়লা,৭. তপন,৮.সাদিয়া,৯. লিটন,১০. জহিদুল,১১ রিয়া,১২. নাজিম,১৩.রায়হান সহ মোট ২৫ জন গুরুতর আহতে ভর্তি আছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আসিব সহ দুই শিশু সহ মোট তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে সর্বশেষ জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, জয়পুরহাট উপজেলার কালাই উপজেলার মোলামগাড়ী বাজার থেকে ব্রাইট ফিউচার কিন্ডার গার্ডেনের ৭০ জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মিলে বৃহস্পতিবার দুপূরে নওগাঁ শহরের ভবানিপুর এলাকায় ডানা পার্কে বাসযোগে আসে। সারাদিন বনভোজন আনষ্ঠানুকিতা শেষে নওগাঁ শহর হয়ে ফেরার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার-নওগাঁ তুলসিগঙ্গা নদীর খাদে পড়ে যায়।
নওগাঁ ফায়ার সার্ভিস উপ-সহকারি পরিচালক একে এম মোর্শেদ জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দ্রুত হতাহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন ও বাসটিকে উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আহত শিশুদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।