খড়গ প্রসাদ শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী হলেন
নেপালের ৩৮তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান খড়গ প্রসাদ শর্মা ওলি। এর মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক নেতা পেলো নেপাল।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি তাকে শপথবাক্য পাঠ করান। গত বছরের শেষের দিকে অনুষ্ঠিত নেপালের ঐতিহাসিক পার্লামেন্টারি নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন ৬৫ বছর বয়সী ওলি।
বৃহস্পতিবার রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত শীতল নিবাসে শপথ নেয়ার পর সিপিএন-ইউএমএলের সমন্বয়ে তিন সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী। থাম মায়া থাপাকে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং লাল বাবু পন্ডিতকে জনসংখ্যা ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা বৃহস্পতিবার পদত্যাগ করেন। দেশটির নতুন জাতীয় সংবিধানের অধীনে গত নভেম্বর আর ডিসেম্বরে পর্যায়ক্রমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মাওবাদীদের সহিংসতা অবসানের ১১ বছর পর নতুন সংবিধানের অধীনে নির্বাচনে জয়ী হয়ে কে.পি শর্মা ওলি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। রাজতন্ত্র থেকে ফেডারেল রিপাবলিক কাঠামোতে রূপান্তর করতেই নতুন সংবিধান প্রণয়ন করে নেপাল।
গত অক্টোবরে ১৪ বছর জেল খাটা এই সাবেক কমিউনিস্ট বিদ্রোহী হঠাৎ করেই আগের জোট থেকে বেরিয়ে আসেন। এই জোট ত্যাগই নির্বাচনে তাকে জয় এনে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।