লালমনিরহাটে প্রশ্নপত্র ফাঁসের দায়ে শিক্ষক গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে আওলাদ হোসেন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ওই উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার মোবাইল ফোনে একাধিক পরীক্ষার প্রশ্ন ও উওরপত্র পায় ইউএনও আমিনুল ইসলাম। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশে সোর্পদ করেন। আওলাদ হোসেন বড়খাতা উচ্চ বিদ্যালয়ের ল্যাব এ্যাসিস্ট্যান্ট শিক্ষক ও মধ্য গড্ডিমারী এলাকার আব্দুস ছামাদের পুত্র বলে জানা গেছে।
হাতীবান্ধার ইউএনও আমিনুল ইসলাম জানান, বড়খাতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষক আওলাদ হোসেনের অতিরিক্ত চলাচল সন্দেহ জনক হলে তাকে আটক করা হয়। এসময় তার মোবাইল ফোনে একধিক পরীক্ষার প্রশ্নপত্র ও উওরপত্র পাওয়া যায়। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে বড়খাতা কেন্দ্র সচিব জাহেদুল বারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।