আকাশপথে সরাসরি কার্গো পরিবহনে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য।
নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি কার্গো পরিবহনে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। রোববার থেকেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি কার্যকর হচ্ছে।
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সম্পর্কিত এক অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক এসব কথা জানান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল, সচিব গোলাম ফারুকসহ আরও অনেকে।
২০১৬ সালের মার্চ মাসে নিরাপত্তার অজুহাতে আকাশপথে বাংলাদেশের কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সেই বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় দেয় যুক্তরাজ্য।
পরবর্তীতে দেশটির পরামর্শে শাহজালালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনকে। প্রতিষ্ঠানটি সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি যাত্রীদের ব্যাগ তল্লাশিসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি সংযোজনের পরামর্শ দেয়। এরপর যুক্তরাজ্যের পরামর্শে রপ্তানি কার্গো জোনে বসানো হয় এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) এবং এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপিবিএন) ডগ স্কোয়াডে যুক্ত করা হয় ৮টি কুকুর।
বিমান পথে বাংলাদেশ থেকে সবজি ছাড়াও যুক্তরাজ্যে যাওয়া পণ্যের মধ্যে আছে তৈরি পো