জামালগঞ্জে হাওর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটি
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় পানি সম্পদ মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পানি উন্নয়ন বোর্ডের হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন,সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। শনিবার সকাল থেকে দিনব্যাপী জামালগঞ্জ সদর ইউনিয়নের মুচির বাড়ির খাল, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লক্ষীপুর ক্লুজার, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নুরপুর ক্লুজার,ফেনারবাক ইউনিয়নের গজারিয়ার ঢালা ও মিনি পাকনা হাওরের বেড়ী বাঁধ পরিদর্শন করেন। এ সময় উনার সাথে সফর সঙ্গী ছিলেন,স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এমপি চট্রগ্রাম,ফরিদুল হক খান এমপি জামালপুর,ফজলুল হক এমপি শেরপুর,সেলিনা জাহান লিটা এমপি সংরক্ষিত মহিলা আসন,জেলা প্রশাসক মোঃ ছাবিরুল ইসলাম,পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির উপ সচিব ও কমিটি সচিব এস এম আরিফ পান্না,সভাপতির একান্ত সচিব মোঃ তারেক জহির,কমিটি অফিসার মোঃ আসিফ হাসান,উপজেলা নির্বাহী কর্মকর্তা জামালগঞ্জ মোঃ শামীম আল ইমরান,পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনামগঞ্জ আবু বকর সিদ্দীকী, সহকারী কমিশনার ভূমি মোঃ মনিরুল হাসান, জামালগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার দাস,সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল)বেলায়েত হোসেন সিকদার,জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম,উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আলী,পাউবোর শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস,সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম,ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন,উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খায়ের সহ উপজেলার গণমাধ্যম কর্মীবৃন্দ। স্থায়ী কমিটির সভাপতি জানান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ সহ হাওরাঞ্চলের ৪টি জেলার প্রতি সুদৃষ্টি রাখছেন। আমাদেরকে নিদের্শনা দিয়েছেন যে কোন ভাবেই হউক হাওর রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করে কৃষকের ধান গোলায় তোলে কৃষকের মুখে হাসি ফোটাতে হবে। যার কারণে মাননীয় মন্ত্রী সহ বার বার বিভিন্ন পাউবোর টিম হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে আসছেন। তারই ধারাবাহিকতায় আমরা হাওর পরিদর্শনে এসেছি। সকলের সহযোগীতায় সচ্ছতার সহিত ২৮শে ফেব্রুয়ারীর মধ্যে হাওর রক্ষা বাঁধ সম্পন্ন করতে হবে। হাওরের পানি নিষ্কাশনের ব্যাপারে মাননীয় প্রধান মন্ত্রীকে আমরা অবগত করব। আশা রাখি মাননীয় প্রধান মন্ত্রী পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান করে হাওরবাসীর মুখে হাসি ফোটাতে সক্ষম হবেন।