আক্কেলপুরে প্রশ্নপত্র ফাঁশের অভিযোগে গ্রেপ্তার-১
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে এসএসসি জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে বিক্রয়ের সময়ে মোঃ বিপুল হোসেন (১৮) নামের জামালগঞ্জ কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ বিপুল হোসেন আক্কেলপুর উপজেলার পূর্ব মাতাপুর গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও কেন্দ্র সচিব সূত্রে জানা গেছে,পরীক্ষা শুরুর আধাঘণ্টা পূর্বে ওই কেন্দ্রের সামনে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বিক্রি করার সময় বিপুলকে আটক করা হয়। তার কাছ থেকে আটক মোবাইলের ম্যাসেঞ্জার থেকে সরবরাহ প্রশ্নপত্রের সঙ্গে জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে। এ ঘটনায় জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেছেন।
আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ছাত্র পরীক্ষার আধাঘণ্টা আগে কেন্দ্রের সামনে প্রশ্নপত্র বিক্রি করছিল। এ সময় তাকে আটক করে থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে