শুধু ভাল শিক্ষার্থী নয় ভাল মানুষ হতে হবে
মেহেরপুরঃ জিপিএ-৫ পেছনে ছুটছে অনেকেই। পাঠ্যপুস্তক রপ্ত করতে গিয়েই অনেকেই ছিটকে যাচ্ছে মূল ধারা থেকে। তাই অভিভাবক ও শিক্ষকদের খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানেরা যেন লেখাপাড়ায় ভাল করার পাশাপাশি ভাল মানুষও হয়। কেননা জাতি গঠনে ভাল মানুষের অনেক বেশি প্রয়োজন। মেহেরপুর গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। সোমবার সন্ধানী স্কুল এন্ড কলেজ ও নার্সিং ইন্সটিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধানী সংস্থা নির্বাহী পরিচালক আবু জাফর। প্রধান অতিথি বক্তৃতায় বলেন, শুধু ভাল ফলাফলের পেছনে ছুটলেই চলবে না। মানুষের মত মানুষ হিসেবে নিজেকে গড়তে হবে। আজকাল অনেক তরুণ-তরুণী মাদকের ভয়াবহ ছোবলের শিকার। অকালেই ঝরে যাচ্ছে সম্ভাবনাময় একটি ফুটন্ত গোলাপ ফুল। অপরদিকে মোবাইল ফোনের আগ্রাসী ব্যবহারেও বিপথে যাচ্ছে ছেলেমেয়েরা। জীবন চলার পথে এসব কাটা পরিস্কার করেই নিজেকে পরিস্কার রাখার আহবান জানালেন ইউএনও বিষ্ণুপদ পাল। সন্ধানী সংস্থার নির্বাহি পরিচালক মহাঃ আবু জাফর এর সভাপতিত্বে ও বাবু সুকেশ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, পিআইও দিলিপ কুমার সেন ও সন্ধানী স্কুল এন্ড কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের একাডেমিক প্রধান হাবিবুর রহমান। দুই দিন ব্যাপী অনুষ্ঠানে ২০১৮ সালের নবাগত ছাত্রছাত্রীদের বরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।