জয়পুরহাটের আক্কেলপুর থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল ৯০ দিনপর নওগাঁ জেলায় উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস :
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউপি থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলটি ৯০ দিনপর উদ্ধার করেছে নওগাঁ জেলার রানীনগর থানা পুলিশ।
গত রবিবার রাত্রি পৌনে ১২ টায় রানীনগর উপজেলার একডালা ইউপির দামুয়া গ্রামের একটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করে থানা পুলিশ।
উদ্ধারকৃত মোটরসাইকেলের খবরাখবরে জানা যায়। নওগাঁ সদরের চকদেব পাড়া গ্রামের মোঃ ইমরান হোসেনর ছেলে মোঃ পলাশ পারভেস তার নিজের একটি ফ্রেজার মোটরসাইকেল নিয়ে ১৩ নভেম্বর রাতে হিলির উদ্দেশ্যে যাওয়ার পথে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউপির কাঁদোয়া গ্রামের সামনে মেইন রাস্তা থেকে পারভেসের মোটরসাইকেলটি ছিনতাই করে ছিনতাই কারীরা।
মোটরসাইকেলটি ছিনতাই হবার পরে ছিনতাইকৃত ঘটনাটি উল্লেখ করে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন মোঃ পারভেস হোসেন। মামলার পরিপ্রেক্ষিতে মোটরসাইকেলটি ছিনতাইয়ের ৯০ দিন পর নওগাঁ জেলার রাণীনগর থানার এএসআই মোঃ হাফিজুল ইসলাম গোপন সংবাদের ভিত্ততে গত রবিবার রাতে উপজেলার একডালা ইউপির দামুয়া গ্রামের মেইন রাস্তার পাশে পরিত্যক্ত ভাবে পরে থাকা ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।
নওগাঁর রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এস.এম সিদ্দিকুর রহমান জানিয়েছেন আক্কেলপুর থানার মামলার পরিপেক্ষিতে একটি গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বরত এএসআই মোঃ হাফিজুল ইসলাম রাস্তায় পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করেছে রানীনগর থানায় আক্কেলপুর থানা পুলিশের কাছে মটরসাইকেলটি হস্তান্তর করা হয়েছে।