হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত।
হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষি বাহীনি বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিপি বিজিবি কম্পানি সদরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ’র ১৫ সদস্য দলের নেতৃত্বদেন রায়গঞ্জ বিএসএফ সেক্টর কমান্ডার ডিআইজি-টি,জি সিমথি।
এসময় তার সাথে ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়করা বিএস ন্যাগি, ১৮৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ভিপিএস ইয়াদিন এছাড়াও ২৮ ও ৪১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য ষ্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় বিএসএফ প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শুন্য রেখায় এসে পৌঁছালে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল আনিছুর রহমান, বিএসএফ সেক্টর কান্ডার ডিআইজি-টি,জি সিমথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হিলি সিপি কম্পানি সদরে বিএসএফ সেক্টর কমান্ডারকে বিজিবি’র পক্ষ থেকে গার্ড অব অর্ণার প্রদান করা হয়।
বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।