মহান ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আশুলিয়া প্রেস ক্লাব কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার জনতার ঢল
সাভারঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আশুলিয়া প্রেস ক্লাব কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে হাজার মানুষ পুস্পস্তবক অর্পণ করেছেন।
বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন অমর একুশ। ১৯৫২ সালের এই দিনেই রফিক, সালাম, বরকত, সফিউর ও জব্বারসহ বাংলার দামাল ছেলেরা বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের দাবীতে রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। প্রতিবছর ভাষার জন্য আত্মত্যাগের এই দিনটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। প্রথম প্রহরের পরই আশুলিয়া প্রেস ক্লাবের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে একে একে ফুলে ফুলে ঢেকে যায় বেদী চত্বর।
মহান অমর ২১শে ফেব্রুয়ারীতে প্রথমে আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয়ের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক খোকা মুহাম্মদ চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ পুস্পাস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরে শহীদ মিনারের পাদদেশে বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাপ্পী সরদার এর নেতৃত্বে সংগঠনটির সাভার উপজেলা কমিটি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সাভার উপজেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম নীরব, সহ-সভাপতি মোঃ রনী আহম্মেদ ও আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ মঈন সরকার, জাতীয় নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে এ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া স্বাধীন বাংলা গার্মেন্টস কর্মচারী ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি আল-কামরান, গণসংহতি আন্দোলন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বছির উদ্দীন মন্ডল প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল, পিকেএল ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন ও রাজনৈতিক অংঙ্গসংগঠন প্স্পুাস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মহান ভাষা দিবস উপলক্ষে আশুলিয়া প্রেস ক্লাবের মিলনায়তনে এদিন বিকেল ৩টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ছবি আঁকা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন করা হয়।