পাঁচবিবি যথাযোগ্য মর্যাদায় আন্তজাতিক মাতৃ ভাষা দিবস পালিত
জয়পুরহাট :
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সহযোগিতায় ৫২ ভাষা শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস পালিত হয়।
এ উপলক্ষ্যে ২১ এর প্রথম প্রহর রাত ১২ টায় পাঁচবিবি উপজেলার আওয়ামীলীলীগ, বিএনপি, জাতীয় পাটিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের জন-সাধারণ পাঁচবিবি পৌরপার্ক স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন।
আজ বুধবার প্রভাত ফেরি শেষে স্মৃতিসৌধ চত্বরে আর্ন্তজাতিক মাতৃভাষার তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম, সহকার পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) একেএম হেদায়েতুল ইসলাম, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরিদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, সাধারন সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম প্রমূখ।
এছাড়াও দিবসটি উদ্যাপনে উপজেলার সকল বিদ্যালয়ের স্ব-স্ব শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।