সুটকেসে করে পাচারের অভিযোগে ১৯ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করে পুলিশ।
নিজের আট বছর বয়সী ছেলেকে পাচারের অভিযোগে আটক আইভরি কোস্টের নাগরিক আলী আওয়াতারা স্পেনের কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
স্পেনের পুলিশ জানায়, ছেলে এডুকে এক নারীর সুটকেসে ভরে আইভরি কোস্ট থেকে মরক্কো হয়ে স্পেনে পাচার করা হচ্ছিল। স্পেন সীমান্তের চিউটা চেক পয়েন্টে পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
ওই ঘটনায় পাচার হওয়া শিশু এডুর বাবাকেও গ্রেফতার করা হয়।
পরে তার জবানবন্দীতে উঠে আসে অপেক্ষাকৃত উন্নত জীবনের জন্য তারা আফ্রিকা থেকে ইউরোপের কোনো এক দেশে ছেলেকে পাঠাতে চাচ্ছিলো।
পাচারকারীদের সাথে সংশ্লিষ্টতা থাকায় আলী আওয়াতারাকে এক মাসের জেল এবং ৯২ মার্কিন ডলার জরিমানা করে আদালত।
তবে উদ্ধার করার পর এডু পুলিশকে জানায়, তাকে তার নিজের বাবা পাচার করে দিচ্ছে- এমন কিছুই জানত না সে। এমনকি তাকে যে সুটকেসে করে পাচার করা হচ্ছিল সেটাও জানতো না।
গত বছর ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তল্লাশি চালিয়ে গাড়ি এবং সুটকেসের ভেতর থেকে ওই অভিবাসীদের উদ্ধার করে পুলিশ।
বিবিসি জানায়, ওই সময় সুটকেসে করে পাচারের অভিযোগে ১৯ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করে পুলিশ।
সেই সুটকেস খুলে দেখা যায়, ভেতরে একটি শিশু প্রায় অর্ধমৃত অবস্থায় আঁটসাঁট হয়ে বসে আছে।
শিশুটি উদ্ধার হওয়ার কিছু সময় পরে একই সীমান্ত দিয়ে স্পেনে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হয় তার বাবাও।
বর্তমানে এডু তার মায়ের সাথে প্যারিসের উপকূলের কাছাকাছি একটা জায়গায় বসবাস করছে।
প্রতি বছর অবৈধভাবে স্পেনের চিউটা শহর পাড়ি দেওয়ার চেষ্টা করে হাজারো অভিবাসী।