জয়পুরহাটে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে মোঃ রফিকুল ইসলাম রফিক লিখিত বক্তব্য পাঠ করেন যে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমানপুর গ্রামের জুয়েল ইসলাম ইতিপূর্বে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধ জেলা পরিষদের ৯০ বর্গফুট জায়গা ইজারা দেওয়া নিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার যে অভিযোগ করেছেন তা মিথ্যা ভিত্তিহীন, সত্য নয়। জয়পুরহাট জেলা প্রেসক্লাব থেকে বহিষ্কৃত কিছু সাংবাদিক তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তার গ্রামের বাড়ী এলাকার পূর্ব পরিচিত জুয়েল ইসলামের সঙ্গে যোগসাজশ করে এসব মিথ্যা অভিযোগ এনে গত মঙ্গলবার ওই সংবাদ সম্মেলন করেছেন।
রফিক পাল্টা অভিযোগ করে বলেন, পূর্ব পরিচিত জুয়েল ইসলাম গত ১০ জানুয়ারি তার কাছ থেকে ২০ লাখ টাকা ব্যবসায়ীক প্রয়োজনে কর্জ নিয়েছেন। যা তিনি ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে আগামী ১০ মার্চ পরিশোধ করার জন্য স্বাক্ষীদের সম্মুখে লিখিত অঙ্গীকারনামা করে দিয়েছেন। সেই টাকা পরিশোধ না করার জন্য বিরোধী পক্ষের সাংবাদিকদের চক্রান্তে জুয়েল ইসলাম আদালতে একটি মামলাও করেন। গত ১৮ ফেব্রæয়ারি মিথ্যা ঘটনার উল্লেখ করে দায়ের করা ওই মামলায় তিনি আদালতে জবাবও দিয়েছেন ।
এরপর একই ঘটনায় জুয়েল ১৯ ফেব্রুয়ারি আরো একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি জয়পুরহাট সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তিনি তার কাছ থেকে ধার নেওয়া জুয়েল ইসলামের ২০ লাখ টাকা সময়মতো না পেলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, এর আগেও বিরোধী পক্ষের কতিপয় সাংবাদিক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তার সম্মানহানি করেছেন। যা তিনি পত্রিকার মাধ্যমে প্রতিবাদও জানিয়েছেন।
তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্যই তিনি এই পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে তিনি জানান। এ সময় তার সাথে জয়পুরহাট সদরের কাদের মন্ডলপাড়ার জনৈক এনামুল হক উপস্থিত ছিলেন।