শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পৈশাচিকভাবে আক্রমণ করা হয়েছে : ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপি পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ যে কর্মসূচি পালন করছে তাকে সংঘাতের দিকে নিয়ে যেতে উস্কানি দিচ্ছে সরকার। শনিবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ফখরুল।মির্জা ফখরুল বলেন, আজ (শনিবার) সকালে আমাদের শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে রক্তাক্ত করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে, অগণিত নেতাকর্মীকে আটক করেছে। নারীদের টেনে হিচড়ে নিয়ে গেছে। আমার গায়ে রঙ্গিন জল কামান মারা হয়েছে। কার্যালয়ের মূল ফটকে ঢুকে নেতাকর্মীদের নিয়ে গেছে, মহিলাদের নির্যাতন করেছে। গলায় পা দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে নেতাকর্মীদের।
তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার যে ন্যাক্কারজনক আক্রমণ চালাচ্ছে তার তীব্র নিন্দা, ঘৃণা ও ধিক্কার জানাই। এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. মঈন খান।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সংম্মেলন শেষ করে দুপুর ১২টা ২০মিনিটে ব্যারিস্টার মওদুদ আহমদের সাথে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় আলালের পাঞ্জাবির কলার ধরে টেনে হিচড়ে নিয়ে যায় পুলিশ।