সন্দ্বীপের অর্থনীতিতে অনিবার্য শক্তি সন্দ্বীপের প্রবাসীরা।
সন্দ্বীপের অর্থনীতিতে অনিবার্য শক্তি সন্দ্বীপের প্রবাসীরা। তাদের ব্যক্তিগত ও পারিবারিক অর্থ সন্দ্বীপের বিভিন্ন অর্থনৈতিক কর্মকা্ণ্ডে ব্যবহার হলে বদলে যেতে পারে গোটা সন্দ্বীপ। পর্যটনসহ নানা দিক দিয়ে আধুনিক মালেশিয়া, সিঙ্গাপুরের মতো রূপ যৌবনে ভরে উঠা কোন ব্যাপার ছিল না সন্দ্বীপের জন্য। সেজন্য সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন সন্দীপবাসী অনেকে।
দেশের উল্লেখযোগ্য সংখ্যক লোক প্রবাসে বসবাস করেন। এ সংখ্যা বিশেষত সন্দ্বীপের বেশি। দুই লাখেরও বেশি প্রবাসী সন্দ্বীপ অঞ্চলের। তাদের পাঠানো অর্থের বেশিরভাগ বলতে গেলে ব্যয় করা হয় অনুৎপাদনশীল খাতে। এছাড়া ব্যাংক টাকা জমিয়ে রাখাকে অনেকে শ্রেয় মনে করেন।
একাধিক যুক্তরাজ্য প্রবাসীর সাথে আলাপকালে তারা বলেন, দেশে বিনিয়োগ করলে এর বিপরীতে নিরাপত্তা নিশ্চয়তা নেই, সর্বক্ষেত্রে প্রবাসীদের ঠকানোর একটি প্রবণতা লক্ষণীয়। তাই বিনিয়োগ করার আগ্রহ নেই তাদের। বরং পৈতৃক বা পারিবারিকভাবে যে বিনিয়োগ রয়েছে তা গুটিয়ে নেওয়ার মনোভাব তাদের। অনেকে ভিটেমাটি বিক্রির আগ্রহ প্রকাশ করেছেন।
যুক্তরাজ্যের ব্রুকলিন এর বাসিন্দা নাদিয়া আফরোজ বলেন, প্রবাসীদের অর্থের প্রতি আগ্রহ দেশের আত্মীয়স্বজন কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের। সরকারের পক্ষ থেকে প্রবাসীদের রেমিটেন্সের ফলাও প্রকাশ হয়। কিন্তু এই প্রবাসীদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা মূল্যায়ন দেখা যায় না।