ক্ষেতলালে ১২০ টি ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে ৪৮ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান নিজ হাতে তুলে দিলেন এমপি স্বপন।
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন যে আসনের তিনটি উপজেলায় ১২০ টি ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের লক্ষ্যে (টি.আর) কর্মসূচির ৪৮ লক্ষ ৬০ হাজার টাকার অনুদান নিজ হাতে বিতরণ করলেন এমপি স্বপন।
শুক্রবার বৈকাল সাড়ে ৪ টায় জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের হাতে (টিআর) কর্মসূচির অনুদানের টাকা নিজ হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনের জাতীয় সংসদ সদস্য, আবু সাঈদ আল মাহমুদ স্বপন.এমপি।
অনুদান টাকা বিতরণ উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি স্বপন বলেন, ‘কারো সমালোচনা নয়, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও ভালো কাজের কথা তৃণমূলের জনগণের মধ্যে প্রচার করতে হবে এমনকি জনগণকে বুঝাতে হবে উন্নয়ন সরকার বাংলাদেশ শুধুই আওয়ামীলীগ সরকার।
তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দূর্নীতি মুক্ত সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।
ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি, যুগ্ম-সাধারণ সম্পাদক, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আলমপুর ইউপি চেয়ারম্যান, আনোয়ারুজ্জামান তাকুকদার নাদিম, ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু ও সাংবাদিক আজিজার রহমান প্রমুখ।