কালীগঞ্জে ওয়াদুদ ভূইয়া বৃত্তি পেল ৩৫০ জন মেধাবী শিক্ষার্থী
লোকমান হোসেন পনির, কালীগঞ্জ (গাজীপুর)
কালীগঞ্জ উপজেলার এসএসসি,জেএসসি, দাখিল ও জেডিসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন মেধাবী শিক্ষার্থীদের ওয়াদুদ ভূইয়া বৃত্তি প্রদান করেছেন ওয়াদুদ ভূইয়া বৃত্তি ট্রাস্ট। গতকাল শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে ট্রাস্টের চেয়ারম্যান ডাঃ ওয়াদুদ জামান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূইয়া উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ওয়াদুদ ভূইয়া বৃত্তির চেক ও সাটিফিকেট বিতরণ করেছেন। ওই কৃতি শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার থেকে ৫ হাজার করে সর্বমোট ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়। “ শিক্ষাই আলো ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২০০৯ সাল থেকে রাজনীতি মুক্ত ওয়াদুদ ভূইয়া বৃত্তি ট্রাস্ট চালু করে সুনামের সহিত দীর্ঘ ১০ বছর যাবত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মাশহুদুর রহমান সাজেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্টের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. মনির উদ্দিন আহমেদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন প্রমুখ।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূইয়া বলেন, বাংলাদেশে যারা উচু মর্যাদায় আসীন হয়েছেন বঙ্গবন্ধুসহ সবায় গ্রাম থেকে উঠে এসেছেন। তিনি তাঁর স্কুল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রতি ক্লাসে ফাস্ট হতাম কিন্তু কোন পুরস্কার পাইনি। এখন শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়। ডাঃ ওয়াদুদ জামান ভূইয়া তিনি তার নামে বৃত্তি ট্রাস্ট চালু করে দীর্ঘ ১০ বছর যাবত মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করছেন। এই উদ্যোগ প্রশংসনীয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মেধা, মনন ও একাগ্রতা থাকতে হবে। তাহলে প্রত্যেকে তার জীবনের লক্ষে পৌছতে সক্ষম হবে।
ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূইয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে ওয়াদুদ ভূইয়া বৃত্তির চেক ও সাটিফিকেট বিতরণ করেছেন।