মাদক ও জঙ্গি ছেড়ে পুলিশের সাথে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান ঝিনাইদহে পুলিশ সুপার মিজানুর রহমান
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
মাদক ও জঙ্গি ছেড়ে পুলিশের সাথে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান। শুক্রবার দুপুরে জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্ট পিকনিক স্পটে সিও সংস্থার বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি এ কথা বলেন। তিনি আরও বলেন সমাজ থেকে সকল প্রকার অন্যায় অপরাধ দুর করতে পুলিশের সাথে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। সিও সংস্থা যেমন কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সকল প্রকার অন্যায় অপরাধ দুর করে ভাল কাজ করার আহবান জানান।যে কোন অপরাধীর বিষয় নিকটস্থ পুলিশ ক্যাম্পে জানান।যে কোন সমস্য হলে আমাকে জানান।আমি ব্যবস্থা নেব।শুক্রবার দিনব্যাপী ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্ট পিকনিক স্পটে সিও সংস্থার বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়। বে-সরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ-সিও এনজিও’র পরিবারের আয়োজনে শুক্রবার দিনব্যাপী এ অনুষ্টান অনুষ্টিত হয়। সিও এনজিও নির্বাহী পরিচালক সামছুল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদী,মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার হুমায়ন কবির,ওয়ান ব্যাংকের ম্যানেজার বাশারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ,দর্শনা তদন্ত কেন্দ্রের ওসি শোনিত কুমার গায়েন, কুমড়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস,এ্যাডঃ শাহিনুর রহমান,্এ্যাডঃ টিপু সুলতান। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন। বে-সরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ-সিও এনজিও’র সহকারী নির্বাহী পরিচালক তোফাজেল হোসেন। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের সামনে ছবি নাটকের মাধ্যমে সিও এনজিও’র কর্মকান্ড তুলে ধরা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে সিও এনজিও কর্মকর্তা,পরিবার,বিভিন্ন বে-সরকারী সেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক গন, সংবাদ কর্মীগণ ও শুশিল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সার্বিক ভাবে সহযোগিতা করেন ডাউরেক্টর এডমিন মাফিদুন নেছা শিলা খাতুন,হিসাবরক্ষক বদরুল আমিন, জোনাল হিসাবরক্ষক এ এস এম নাসিমুল ইসলাম, আতিয়ার রহমান, আমিনুর রহমান,ম্যানেজার সদর-১ মহাসিন আলী, হিসাবরক্ষক ময়না খাতুন, আইটি অফিসার সোহেল পারভেজ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহানাজ পারভীন, ছায়েনা খাতুন, মহিদুল ইসলাম,আনোয়ার হোসেন সহ সিও পরিবার প্রমূখ। সিও এনজিও নির্বাহী পরিচালক সামছুল আলম বলেন, সিও সংস্থা থেকে সামান্য লাভে লোন নিয়ে গাভী ক্রয়, ফুল চাষ, কপি চাষ, মুদি দোকান, হাঁস-মুরগী পালন সহ বিভিন্ন দরিদ্র শ্রেনীর কৃষক ও সাধারন মানুষ লাভবান হচ্ছেন তেমনি দেশটা আরও উন্নতর দিকে যাচ্ছে।