তারুণ্যের সংগঠন হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন এর মিরপুরে বৃদ্ধাশ্রম পরিদর্শন
নাহিদ হাসান,ঢাকা
রাজধানীতে ব্যাক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে অনেকগুলো বৃদ্ধাশ্রম । তেমনই একটি বৃদ্ধাশ্রম চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার । রাজধানীর মিরপুরে সম্পুর্ন ব্যাক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে এই বৃদ্ধাশ্রমটি । পরিচালক মিল্টন সমাদ্দার জানান বাস্তব জীবনে তিনি একজন ডিপ্লোমা নার্স । মানুষের বাড়িতে গিয়ে বৃদ্ধ-বৃদ্ধা মানুষের সেবা করা ছিল তার পেশা । সেখান থেকেই তার চিন্তা আসে টাকা দিয়ে এসব মানুষ সেবা পেলেও সমাজের ছিন্নমূল বৃদ্ধ আর বৃদ্ধারা কাটাচ্ছে মানবেতর জীবন । তার সল্প আয় দিয়েই ২০১৫ সালে তিনি শুরু করেন এই মহতি উদ্যোগ । এ পর্যন্ত ৬২জন তার এই হোমের সেবা গ্রহণ করেছেন । বর্তমানে ১৭জন এখানে অবস্থান করছেন । লিটন সমাদ্দার জানান প্রতি মাসে বাসা ভাড়া ৬৮০০০ টাকা কর্মচারীদের বেতন ৫৫০০০ টাকা সহ তার খরচ হয় দুই লক্ষাধিক টাকা । গতকাল দুপুরে হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সদস্যরা বৃদ্ধাশ্রমটি পরিদর্শনে গেলে তিনি তাদের সাথে এসব কথা বলেন । সংগঠনের সদস্যরা দুপুরে বৃদ্ধাশ্রমের সদস্যদের খাবারের ব্যাবস্থা করেন এবং তাদের সাথে খাবার খান । এছাড়া তারা সামনে আরও সহযোগিতার আশ্বাস দেন এবং সকলেই এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য যে হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন সংগঠনটি কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পরিচালনা করেন।সংগঠনটি জন্মলগ্ন থেকেই নানাবিধ উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।