নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও কমপক্ষে ২০ আহত হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও কমপক্ষে ২০ আহত হয়েছে। হতাহতদের সবাই বাসের যাত্রী। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সোমবার দুপুর পৌনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে ইয়াসমিন নামে একজনের নাম জানা গেছে। সে গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।অন্যদের পরিচয় মেলেনি। তবে নিহতদের মধ্যে ৬ বছরের একটি শিশু, ২ জন মহিলা ও ৫ জন পুরুষ।
এমডি ইয়াসিন পরিবহন নামে একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ত্রিবর্দী এলাকায় একটি লরিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ও পরে আরো ৪ জন মারা যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম চ্যানেল আই অনলাইনকে বলেন, দুর্ঘটনার পর এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল ও রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। পরে পুলিশ বাসটি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।