টি-টুয়েন্টি দল নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হতাশার সিরিজ ছিল বাংলাদেশের। ত্রিদেশীয় টি-টুয়েন্টির টুর্নামেন্ট নিধাস ট্রফি খেলতে টাইগারদের এবারের মিশনও শ্রীলঙ্কায়। যেখানে আরেক প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সেজন্য অভিজ্ঞদের ফিরিয়ে দল ঘোষণা করেছে বিসিবি।
৬ মার্চ শুরু টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দলে গত সিরিজ থেকে বেশকিছু পরিবর্তন এনেছে বিসিবি। ফিরেছেন তাসকিন, ইমরুল, মিরাজ ও সোহান। টিকে গেছেন দলের নতুন দুই ক্রিকেটার আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু। দুই বছর পর ঘরের মাঠের সবশেষ সিরিজে ফেরা আবু হায়দার রনিও আছেন। আর বাদ পড়েছেন সাইফউদ্দিন, জাকির, মিঠুন, আফিফ ও মেহেদী।
মিরপুরে সংবাদ মাধ্যমের কাছে অভিজ্ঞ-নবীনে দল সাজানোর ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
সাব্বিরের ফেরা: গত এক বছরে সাব্বিরের টি-টুয়েন্টি রেকর্ডে দেখবেন, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ওর। সে হিসেবে ওর অভিজ্ঞতাও যথেষ্ট। যেহেতু বিদেশে খেলা, অভিজ্ঞ দলের বিপক্ষে খেলা, ভারত আছে; এজন্যই ওকে নেয়া। সাব্বির পিএসএল খেলতে গেছে, আশা করি সেখানে ফর্মে ফিরবে।
আবারও ইমরুল: দলে ইমরুল কায়েসের অন্তর্ভুক্তি তৃতীয় ওপেনার হিসেবে। আমরা চেয়েছি যারা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ভাল ব্যাটিং করতে পারে তাদের নিতে। যেহেতু সে টেস্টে ওপেন করে, শ্রীলঙ্কার কন্ডিশনে পেসারদের আধিক্য থাকবে, ভারতও অনেক পেসার নিয়ে খেলে, ওইসব চিন্তা করেই তৃতীয় ওপেনার হিসেবে ইমরুলকে নেয়া।
আফিফ-জাকিরদের বাদ পড়া: জাকির বাদ পড়েছে তামিম ইকবাল ফেরায়। আফিফকে নিয়েছিলাম সাকিবের বদলে। সাকিব যেহেতু ফিরেছে, তাই আফিফ নাই। কিছু খেলোয়াড় বিপিএলে ভাল খেলেছে। সেই হিসেবে তাদেরকে দেখেছি। ২০২০ বিশ্বকাপ নিয়ে আমাদের একটা ভিশন আছে। ওদেরকে পুলভুক্ত করেছি এবং টাইম-টু-টাইম দলের জন্য গড়ে তুলবো।
তাসকিন-সোহানের ফেরা: সোহান ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভাল খেলেছে। সেটা মাথায় রেখেই দলে এসেছে। আর তাসকিন অধিনায়কের চয়েস ছিল। যেহেতু প্রেমাদাসায় খেলা, বড় মাঠ, সেখানে যারা ভালো গতিতে বল করতে পারে, শর্ট বল করার অভিজ্ঞতা আছে, সেসব চিন্তা করেই তাকে নেয়া।
তাসকিন অধিনায়কের চয়েস: আমাদের সবার সম্মতিতেই তাসকিন দলে এসেছে। দেশে এখন যতো পেসার আছে, ওরই বেশি গতি। এটা মানতেই হবে। ওকে নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা আছে। টিম ওয়ার্কের মতো করে একজন খেলোয়াড়কে নেয়া হয়।
আরও পড়ুন: নিধাস ট্রফিতে হেড কোচ ওয়ালশ
সাইফউদ্দিন বাদের কারণ: গত সিরিজে ওর পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। ম্যানেজমেন্ট ওর বোলিং নিয়ে সন্তুষ্ট নয়। এ কারণেই দলে নেই।
মোসাদ্দেক বিবেচনায় না থাকা: ওর চোখে সমস্যা ছিল। সেটা কাটিয়ে ফিরেছে। আমাদের মনে হয়েছে ও এখনো স্ট্রাগল করছে। এ কারণেই কিছুদিন সময় দেয়া হয়েছে। ওকে নিয়ে আসলে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে।
সাকিবের মেডিকেল রিপোর্ট: আরও এক সপ্তাহ আছে। আশা করছি সাকিব শিগগিরই খেলার মতো অবস্থায় ফিরবে।
টি-টুয়েন্টিতে এত পরিবর্তন: টি-টুয়েন্টি ফরম্যাটে আমাদের পারফরম্যান্স এখনো খুব ভাল নয়। সে হিসেবে সামনের বিশ্বকাপ নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। এখন যদি ১৮ জনের একটা পুল রেডি করে ফেলতে পারি, সেটা আমাদের জন্য ভাল হবে।