হিলি কাষ্টমসে বিজিবি সদস্যদের নিয়ে পাসপোর্ট ব্যাগেজ রুলস সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত।
কুদ্দুস আলী হিলি প্রতিনিধি
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতয়াত কারি পাসপোর্ট যাত্রীদের হয়রানি বন্ধে এবং সেবার মান আরো বাড়তে বিজিবি সদস্যদের নিয়ে একটি কর্মশালা করেছে হিলি কাষ্টমস কর্তৃপক্ষ।
ব্যাগেজ রুলস সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আজ সকালে ১১ টায় পানামা হিলি পোর্টের সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধন আলোচক ছিলেন দিনাজপুর কাষ্টমস এর ডিপুটি কমিশনার ফরিদ আল মামুন।
কর্মশালায় একজন পাসপোর্ট যাত্রী কি পরিমান পণ্য কোন প্রকার শুল্ককর ব্যাতি রেখে দেশে আনতে পারবে এবং কি-কি পণ্য আমদানি নিষিদ্ধ রয়েছে সে বিষয়ে বিজিবি সদস্যদের অবহিত করা হয়। এছাড়াও ব্যগেজ রুলস সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।