জয়পুরহাট জেলায় বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
আজ সোমবার জয়পুরহাট জেলার সার্কিট হাউজ মিলানায়তনে জয়পুরহাট জেলার বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক, মোঃ মোকাম্মেল হক।
জয়পুরহাট জেলা সমাজসেবা বিভাগের আয়োজিত সেমিনারের সভাপতিত্ব করেন,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম শাহ।
অনুষ্ঠিত সেমিনারে বক্তব্যে পাওয়ার পেজেন্টেশনের মাধ্যমে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচী তুলে ধরেন জয়পুরহাট জেলা সমাজ সেবা বিভাগের সহকারি পরিচালক মোঃ কাওসার রহমান, তিনি আরও তুলে ধরেন জয়পুরহাট জেলা সমাজসেবা বিভাগের তথ্য মতে জয়পুরহাট জেলায় বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর মোট জরিপ সংখ্যায় পাওয়া যায় ৮ হাজার ৭৮৫ জন।
এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ছেলে মেয়েদের লেখা পড়ার জন্য প্রাথমিকে ৩ শত টাকা, মাধ্যমিকে ৪ শত ৫০ টাকা, উচ্চ মাধ্যমিকে ৬০০ শত টাকা এবং উচ্চতর ১০০০ হাজার টাকা হারে মাসিক শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এ ছাড়াও বর্তমান সরকারের সফলতার দেয়া ১২০ জনকে বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে বলে সেমিনারে প্রধান অতিথি সহ বক্তারা জানান।
সেমিনারে বক্তারা আরও জানান বর্তমান আওয়ামীলীগ সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আয় বর্ধনশীল মূলক সকল কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য জরিপ কাজ চলছে বলে জানান জেলা সমাজসেবার আয়োজকরা।
উক্ত সেমিনারে মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে আরও অংশগ্রহণ করেন, জেলা অতিরিক্ত প্রশাসক "রাজস্ব" ইশরাত ফারজানা, জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট, শরিফুন্নেসা, জেলা মৎস্য কর্মকর্তা, আব্দুল জলিল মিয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সাবিনা সুলতানা, জেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক, অপূর্ব সরকার প্রমুখ।
সহ জয়পুরহাট জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বে-সরকারি বিভাগের কর্মকর্তা,প্রিন্ট মিডিয়া,ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীর অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণ করেন।