ধামইরহাটে তৃতীয় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আরজিআড়া নগর গ্রামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় জয়পুরহাট জেলার একটি স্থানীয় এনজিওর হস্তক্ষেপে গত শনিবার রাতে মোঃ ফিরোজ হোসেন ভুট্টু (৪০) নামের একজ নকে অভিযুক্ত করে শ্লীলতাহানির শিকার তৃতীয় ছাত্রীর বাবা ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
ধামইরহাট থানা পুলিশ গত রোববার ভুক্তভোগী শিশুটির জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার আরাজিআড়া নগর গ্রামের জনৈক ব্যক্তির তৃতীয় শ্রেণির ছাত্রী (১০) গত ১৮ ফেব্রুয়ারি তারিখ রাত ৮ টার দিকে তাদের বাড়ির পাশে একটি মুদির দোকানে ডিম কেনার জন্য যায়। সেই সময় একই এলাকার পাশের বংশীপুর গ্রামের বাসিন্দা মৃতঃ মমতাজ উদ্দিনের ছেলে মোঃ ফিরোজ ওরফে ভুট্টু শিশুটি কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তার শ্লীলতাহানি ঘটায়। পরে শিশুটি অভিযুক্ত মোঃ ফিরোজের হাতে কাঁমড় দিয়ে বাড়িতে পালিয়ে আসে।
পরে মোঃ ফিরোজ শিশুকে ঘটনার বিষয়টি কাউকে বললে শিশুটিকে মেরে ফেলার হুমকি সহ নানা ভয়ভীতি দেখায়। তবুও পরের দিন শিশুটি ঘটে যাওয়া ঘটনাটি তার বাবা মাকে খুলে বললে। শিশুটি কে নিয়ে তার পিতা মাতা অসহায় হয়ে পড়ে।
এসময় জয়পুরহাট সদরের নারী, শিশু ও পথশিশুদের নিয়ে কর্মরত স্থানীয় এনজিও মেঘা সুপার পাওয়ার ফাউন্ডেশনের পরিচালক মেফতাহুল জান্নাত লিখন ঘটনাটি জানতে পেরে গত শনিবার ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পেয়ে তিনি ওই শিশু ও তার পিতাকে নিয়ে থানায় নিয়ে গিয়ে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, শিশুটির পিতা বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
তিনি আরও বলেন পুলিশ আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।