বেনাপোলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা চোরের রাস্তা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলা খড়িডাঙ্গা চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল এ জরিমানা করেন।
জানা যায়, বেনাপোলের ভবারবেড় মৌজায় ফসলি জমির বুক চিরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বালুখেকোরা। কাগমারি-পুটখালী সড়ক (চৌর রাস্তা) টি যেমন ভাঙন ধরে বিলের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে তেমনি পাশে থাকা স্থানীয় চাষীদের শতাধিক বিঘা আবাদী জমি গুলোও ভাঙ্গনের মুখে পড়ছে।এমন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিক আহসান হাবীব কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল।