শৈলকুপায় ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, জেলা ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু, ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সায়ুব আলী জোয়ার্দ্দার, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৭-১৮এর আওতায় জেলা ক্রীড়া অফিস আয়োজনে দিনব্যাপী উপজেলার ৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ জন ছাত্র ভলিবল প্রতিযোগিতা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পুটিমারী আউলিয়া দাখিল মাদ্রাসা ও রানার আপ আসাননগর আলিম মাদ্রাসা। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে সেমিফাইনালিস্ট ৪টি দলকে ১টি করে ভলিবল প্রদান করা হয়।