ঈদগাঁওয়ে বসত বাড়ি পুড়ে ছাই, অগ্নিদগ্ধে ২ জনের মৃত্যু
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে ৩ বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নগদ টাকা, মালামালসহ আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার ২৮ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৩ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ইউনিয়নের ভোমরিয়া ঘোনা এলাকার মৃত ইছাহাক আহমদের পুত্র রশিদ আহমদের বাড়িতে।
নিহতরা হল রশিদ আহমদের ছেলে নবম শ্রেনীর ছাত্র আবদুল্লাহ (১৫) ও তার নাতি শাহরিয়ার (৮)। স্থানীয় চেয়ারম্যান ছৈয়দ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে ৩ বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ততক্ষণে সব পুড়ে যায় এবং ঘুমন্ত অবস্থায় এ দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে বুধবার সকালে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স, পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভুঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা করেন।
২৮ ফ্রেবুয়ারী ২০১৮