সিরিয়ায় চলমান সংঘর্ষ নতুন করে ভাবিয়ে তুলছে মানবতাবাদীদের।
সিরিয়ায় চলমান সংঘর্ষ নতুন করে ভাবিয়ে তুলছে মানবতাবাদীদের। যুদ্ধবিধ্বস্ত দেশটির চারদিকে এখন শুধুই রক্তের চিহ্ন। সেখানে প্রতি মুহূর্তে প্রাণ হারাচ্ছে অসংখ্য নারী ও শিশু।
গত ৮ দিনে সিরিয়ায় অন্তত ৫৫০ জন সাধারণ নাগরিক মারা গেছে, এমনই দাবি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
সিরিয়ার পশ্চিম ঘোটাতে দিনে পাঁচ ঘণ্টা করে বিমান হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। সাময়িক এই যুদ্ধবিরতি অনেক প্রাণ বাঁচিয়েছে। তবে তারপরও সেখানে মৃত্যুর মিছিল থেমে নেই।
গত ২৫ ফেব্রুয়ারি সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব ঘোটায় আবারও স্থল ও বিমান হামলা চালায় সরকারি বাহিনী।গত সপ্তাহে পূর্ব ঘোটায় সরকারি বাহিনীর বিমান হামলায় মানবিক বিপর্যয়ের পর এই প্রস্তাবে সম্মত হয় তারা। সরকারি অভিযানে আক্রান্ত এলাকায় আটকে পড়াদের মানবিক সহযোগিতা ও জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্যই এই যুদ্ধবিরতি।
আল-জাজিরা জানিয়েছে, বিদ্রোহীরা সরকারি বাহিনীর এসব হামলার জবাব দেয়। তবে হামলার তীব্রতায় খুব বেশি সুবিধা করতে পারি নি তারা।