কাপাসিয়ায় ‘বইপড়া’ কর্মসূচির ওয়ারিয়েন্টেশন
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে কাপাসিয়ায় স্কুল ও মাদ্রাসায় ‘বইপড়া’ কর্মসূচির সম্প্রসারণ করেছে “তাজউদ্দীন উদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশন। ১ মার্চ দুপুরে উপজেলা মিলনায়তনে ওয়ারিয়েন্টেশনে সভাপতি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ কন্যা সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসের রিমি এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মাকছুদুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ওসি মোহাম্মাদ আবু বক্কর সিদ্দিক সহ বিদ্যালয়ের প্রধাণ ও সহকারি শিক্ষক।
কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নূরে আলম বলেন, এই কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা বিষয়ে জানতে পারছে। তাই সকলের এই কর্মসূচিতে সহযোগীতা অংশগ্রহন করা উচিৎ।
তাজউদ্দীন উদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশান থেকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বিজ্ঞান, মনীষীদের জীবনী ও ছোটদের গল্প, ঠাকুর মা’র ঝুলি, প্রথম শিক্ষক, বাংলাদেশের সংগ্রাম, বাংলাদেশের ইতিহাস, মেয়ের কাছে বাবার চিঠি, আমার ছেলেবেলা বই কাপাসিয়া উপজেলার এগারো ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে দেওয়া হয়।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ কন্যা সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসের রিমি এমপি’র উদ্যোগে ২০১৭ সাল থেকে উপজেলায় এ বই পড়া কর্মসূচী চালু হয়।
তাজউদ্দীন উদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশান ছাত্রছাত্রীদের জন্য পরিচালিত বইপড়া কর্মসূচি আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কলেজ ছাত্রছাত্রীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে।