হারিয়ে যাচ্ছে মহেশপুরের ঐতিহ্যবাহী তাঁতশিল্প
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
এক সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বৈঁচিতলা ও নওদাগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রায় চার শতাধিক পরিবার তাঁত শিল্পের ওপর নির্ভর করে তাদের জীবন-জীবিকার চাকা ঘুরাতো। কিন্তু বর্তমানে যুগের আধুনিকায়ন, কাঁচামালের অভাব, উৎপাদন খরচ বেড়ে যাওয়া, সঠিক মূল্য না পাওয়াসহ বিভিন্ন কারণে হারিয়ে যেতে বসেছে মহেশপুরের তাঁত শিল্প।
এতে এ শিল্পের সঙ্গে জড়িতরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই তাঁত শিল্প এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।