আগামী দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা
ইলিশ রক্ষা উন্নয়নে ও জাটকা রক্ষায় আজ- বৃহস্পতিবার থেকে আগামী দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার।
চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকাকে ইলিশ মাছের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মার্চ-এপ্রিল দুই মাস-ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ১ মার্চের প্রথম প্রহর থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে মাছ ধরা বন্ধ থাকবে।
মাছ ধরা প্রতিরোধে এ দুমাস জেলা টাস্কফোর্স নদীতে নিয়মিত দায়িত্ব পালন করবে।
নিষেধাজ্ঞা চলাকালীন কেউ ইলিশ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহণ করা হলে শাস্তির আওতায় আনা হবে।
এদিকে, এই দুই মাস জেলার ৫১ হাজার ১৯০ জন তালিকাভুক্ত জেলের বিকল্প কর্মসংস্থান হিসেবে সরকারের পক্ষ থেকে সেলাই মেশিন, গবাদি পশু ও অন্যান্য সামগ্রী দেয়া হবে।