আবাহনীর প্রথম হার মাশরাফীর লড়াইয়ের পরও
বল হাতে চার উইকেট। ব্যাটে নেমে ২২। দুর্দান্ত ফর্মে থাকা মাশরাফী বিন মোর্ত্তজার এমন লড়াইয়ের পরও ঢাকা প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম হার দেখল আবাহনী লিমিটেড। এদিন টানটান উত্তেজনার ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাশরাফীর দল হেরেছে ৯ রানে।
এই হারের পরও সাত ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। সাত ম্যাচে চার জয় নিয়ে দ্বিতীয় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তাদের পয়েন্ট ৯। ছয় ম্যাচে চার জয় পাওয়া রূপগঞ্জ তিন নম্বরে। সাত ম্যাচে তিন জয় নিয়ে সাত নম্বরে প্রাইম ব্যাংক।
প্রাইম ব্যাংক এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আল-আমিন আর জাকির হাসানের ব্যাটে তারা ২৪৬ রানের লড়াইয়ের স্কোর গড়ে। জাকির ৮১ বলে ৬২ করেন। আল-আমিন ৯৮ বলে করেন ৮৪।
তাদের শুরুটা ভালো হতে দেননি মাশরাফী। দুই ওপেনার মেহেদী মারুফ (১৫) এবং মেহরাব হোসেন (০) জুনিয়রকে ফিরিয়ে কাঁপিয়ে দেন। পরে নেন আরও দুই উইকেট। ৯.২ ওভার হাত ঘুরিয়ে ৪১ রান খরচ করেন তিনি। আগের ম্যাচে ২৬ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়েছিলেন। তার আগের ম্যাচে ৫ উইকেট। এই মৌসুমে সাত ম্যাচেই নিলেন ১৯ উইকেট!
মাশরাফীরা জবাব দিতে নেমে ১৭ রান তুলতে তাদের তিন উইকেট হারান। ওপেনার এনামুল হক বিজয় ৯ বলে ৫ রান করেন। আরেক ওপেনার সাইফ হাসান দাঁড়িয়ে যান। ১২৪ বলে ৭৫ রান করে রানআউট হন তিনি। চার হাঁকান পাঁচটি, ছয় একটি।
এরপর শান্ত (৫) আর মোহাম্মদ মিঠুন (০) দ্রুত ফিরে গেলে অধিনায়ক নাসির হোসেন হাল ধরেন। শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৮৮ বলে পাঁচ চার, এক ছয়ে ৬৫ করেন। নাসিরের পর মোসাদ্দেক হোসেন ১০ বলে ১৬ করে বিদায় নেন।
এরপর শেষ আশা ছিল মাশরাফী (২২) আর মোহাম্মদ রাকিবকে (২৫) নিয়ে। এই জুটি ভাঙতেই ধীরে ধীরে জয় থেকে দূরে সরে যায় আবাহনী। শেষ পর্যন্ত ৯ রান আগেই থামতে হয় তাদের।