বঙ্গবন্ধু কৃষি পদক পেলেন এমপি ইসরাফিল আলম ॥ নির্বাচনী এলাকাবাসীর অভিনন্দন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ- ৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ১৪২৩ পাওয়ায় তার নির্বাচনী এলাকা রাণীনগর-আত্রাই দুই উপজেলার আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজ ও সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার-১৪২৩ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রৌপ্য পদক ও ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন এমপি ইসরাফিল আলম। প্রধানমন্ত্রী উক্ত অনুষ্ঠানে ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ১৪২৩ প্রদান করেন। এর মধ্যে ৫ টি স্বর্ণ, ৯ টি রৌপ্য এবং ১৮ টি ব্রঞ্জ পদক প্রদান করা হয়। স্বর্ণ, রৌপ্য ও ব্রঞ্জ পদক প্রাপ্তদের মাঝে পদকের সঙ্গে এক লাখ টাকা, ৫০ হাজার টাকা এবং ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। পুরস্কারের ক্যাটাগরিতে ক্রপ এগ্রিকালচার, মৎস, প্রাণিসম্পদ ও বনায়ন অর্ন্তভূক্ত রয়েছিল বলে রাণীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার ও এমপি ইসরাফিল আলমের ব্যক্তিগত সহকারী ইঞ্জি: মো: মাসুদ পারভেজ জানান।
এদিকে এমপি ইসরাফিল আলম বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ১৪২৩ অর্জন করে রাণীনগর-আত্রাইবাসীকে গৌরবান্বিত করায় স্থানীয় আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা জানান।
শাহরুখ হোসেন আহাদ