দোলযাত্রা উপলক্ষ্যে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ
হিলি প্রতিনিধি
ভারতের দোলযাত্রা (হোলি) উৎসব উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। পাশাপাশি বিজিবিও তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে।
আজ সকালে হিলি সীমান্তের শুন্যরেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জগদিশ প্রসাদ ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছির বিজিবি ও বিএসএফের পক্ষে এই শুভেচ্ছা বিনিময় করেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছির জানান, ভারতের দোলযাত্রা (হোলি) উৎসব উপলক্ষ্যে বিএসএফ আামাদের ৩ প্যাকেট মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।
পাশাপাশি আমরাও তাদেরকে দোলযাত্রার শূভেচ্ছা জানিয়েছি। সীমান্তে সৌহাদ্য, সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে প্রতি বছর দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে আমরা একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এতে করে সীমান্তে দায়ীত্বপালনরত দুবাহিনীর মাঝে সম্পর্ক আরো জোরদাড় হবে বলে জানিয়েছেন।