জয়পুরহাট স্টেশনে উদ্ধাকৃত শিশু ৬ দিনপর এখন মায়ের কোঁলে
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট সদর স্টেশন এলাকা থেকে ২৭ ফেব্রুয়ারি রাতে পরিচয় ঠিকানা না বলতে পারা উদ্ধারকৃত ওমর ফারুক নয়ন (৪) নামের একটি শিশু ৬ দিনপর ফিরে পেলো তার মা।
গত ২৮ ফেব্রুয়ারি রাতে উদ্ধার হওয়া শিশুটিকে নিয়ে জাগো নিউজ নামের একটি অনলাইন নিজউ পেজ সহ বর্তমানের ফেইসবুক ও অন্যান্য গণমাধ্যম উদ্ধারকৃত শিশুটিকে তাহার পরিবারেকে ফিরিয়ে দিতে শিশুটির ছবি সহ প্রচার করানো হয় যে ‘ঠিকানা বলতে পারছে না হারিয়ে যাওয়া নয়ন নামের একটি শিশু’ যে প্রচারের মাধ্যমের সূত্রধরে আজ শিশুটিকে খুঁজে পেলো তার পরিবার।
জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন জানিয়েছেন গত ২৭ ফেব্রুয়ারি রাতে জয়পুরহাট রেলস্টেশন এলাকায় কান্নারত অবস্থায় শিশু নয়ন নামের শিশুটিকে স্থানীয় তিন কিশোর শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট সদর থানায় হস্থান্তর করলে শিশুটির হাত, পা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পায় থানা পুলিশ। উদ্ধারকৃত শিশুটিকে জিজ্ঞাসা করলে সে পুরো ঠিকানা না বলতে পারলেও সে বলে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কোনো এক গ্রামের রুবেল হোসেন ও ফাতেমা বেগমের ছেলে।
শিশুটি এর বেশি আর ক্ছিুই বলতে পারতো না পরে জয়পুরহাট সদর থানার অধীনে থাকা শিশুটিকে চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করনো হলে আহত শিশুটি চিকিৎসায় সুস্থ হয়ে উঠে বলে জয়পুরহাট থানা পুলিশের সূত্রে জানা যায়।
সূত্রে আরও জানা যায় আজ রোববার দুপুরবেলা দিনাজপুরের পার্বতীপুর থেকে জয়পুরহাট সদর থানায় নয়নের মা" বাবা আসলে নয়ন তার মা বাবা কে চিনতে পারলে জয়পুরহাট থানা পুলিশ উদ্ধারকৃত নয়ন নামের শিশুটিকে হেফাযতে তার মা মোছাঃ ফাতেমা বেগমের নিকট হস্তান্তর করেন জয়পুরহাট থানা পুলিশ।