সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে আব্দুস শহীদ এমপিকে অভিনন্দন
এ.কে.অলক মৌলভীবাজার:
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনে সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। শনিবার রাত ৯ টায় শ্রীমঙ্গল শহরের মিশন রোডস্থ বাসায় গিয়ে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সহ-সভাপতি আহমেদ ফারুক মিল্লাদ,সাধারণ স¤পাদক এম ইদ্রিস আলী, সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোয়েল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, বর্তমান দপ্তর স¤পাদক এম এ রকিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমদ, কার্য নিবার্হী সদস্য কাওসার ইকবাল, মাহফুজুর রহমান সুমন, সনেট দেব চৌধুরী প্রমুখ। এছাড়াও সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দিপংস্কর ভট্টাচার্য লিটন, সৈয়দ সালাউদ্দিন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন জসিম, ঝলক দত্ত, আব্দুল শুকুর, এহসান বিন মুজাহিদ, কাজী গোলাম কিবরিয়াসহ আরো অনেকেই।
এসময় সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সাথে শ্রীমঙ্গল প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি আরো জানান এ সম্মান তার একার নয়, এটা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বাসীর সম্মান। তাই তাকে সহযোগীতাসহ সরকারে ভাল কাজ ও সাফল্যগুলো প্রত্রিকায় লেখনির মাধ্যমে তুলে ধরার আহবাণ জানান।