ঐতিহ্য ফিরিয়ে আনার স্বপ্নে আগামীকাল পালিত হবে পাট দিবস।
পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার স্বপ্নে আগামীকাল পালিত হবে পাট দিবস। এ উপলক্ষে গোল টেবিল বৈঠকে বক্তারা বলেছেন, পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারী বেসরকারী সংশ্লিষ্ট সব মহল ভূমিকা রাখতে পারে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ইকোনোমিক রিপোটার্স ফোরাম ইআরএফ এর যৌথ আয়োজনে পাট বিষয়ক এ গোলটেবিল বৈঠক। বক্তারা বলেন, কিভাবে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
পাটের কারণে একসময় বাংলাদেশ সোনালী আঁশের দেশ হিসেবে পরিচিত ছিলো। প্রধান অর্থকারী ফসলও ছিলো পাট। বৈঠকে পাট শিল্পের কল্যাণে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।