কমলগঞ্জে ১ কোটি ৪৪ লক্ষ টাকার কাজের শুভ উদ্বোধন
এ.কে.অলক মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২টি প্রকল্প ১ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার টাকার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে এসব কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্র“তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।
দূযোর্গ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত “উপাধ্যক্ষ আব্দুস শহীদ জুনিয়র হাইস্কুল কাম বন্যা আশ্রয় কেন্দ্র” ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ মুন্সীবাজার ইউনিয়নের রূপষপুর এলাকায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্র“তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত) ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুর নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাশ। যুবলীগ নেতা জাহেদুল হকের পরিচালনায় সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শহীদুজ্জামান সেলিম, আওয়ামীলীগ নেতা মাসুক মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাজমূল ইসলাম ইমন, মুন্সীবাজার ইউপি প্যালেন চেয়ারম্যান-১ শফিকুর রহমান প্রমুখ।
পরে কমলগঞ্জ উপজেলা মুন্সীবাজার- রামেশ্বরপুর-শ্রীরামপুর নয়াবাজার পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্র“তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ৭৫০ মি: রাস্তার কাজের ব্যয় হবে ৩৩ লক্ষ ৩০ হাজার টাকা।