যদি সুন্দর পরিবেশে থাকি তাহলে সুন্দর মনের অধিকারি হবো গাংনীতে প্রফেসর ড. মখলেছুর রহমান
এম এ লিংকন,মেহেরপুরঃ
আমরা আমাদের জায়গাকে পরিষ্কার করি, সেই পরিষ্কার জায়গাটা নিয়ে আমরা ভালো থাকি। আমরা সবাই যদি নিজের জায়গা থেকে ধুলা ময়লা পরিষ্কার করি তাহলে সকলের জায়গা পরিষ্কার হবে এবং এভাবে পুরো এলাকা পরিষ্কার হয়ে যাবে। বুধবার বিকেল তিনটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা মিলানয়তন কক্ষে গাংনী উপজেলা শহরকে সুন্দর ও স্বাস্থ্য সম্মত করে গড়ে তোলার লক্ষে আলোচনা ও মতবিনিময় সভায় এ কথা বলেন সন্ধানী সংস্থার প্রধান উপদেষ্টা ও জাপান ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স, ফুকুওকা’র প্রফেসর ও বিভাগিয় প্রধান ড. মখলেছুর রহমান। এ সময় তিনি আরো বলেন, পরিষ্কার জায়গাতে সাধারণত কেউ ময়লা ফেলেনা,আমরা যদি সুন্দর পরিবেশে থাকি তাহলে সুন্দর মনের অধিকারি হবো। আমরা সব সময় ভালো চিন্তা দিয়ে দিন শুরু করি। সকলে মনে মনে করি আমাদের একটি দিন শুরু হোক সালাম দিয়ে বা শান্তি কামনা করে। উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সন্ধানী সংস্থার নির্বাহি পরিচালক মহাঃ আবু জাফর এর সঞ্চালনায় সুন্দর গাংনী গড়ার লক্ষে আলোচনা মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, গাংনী থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মাহফুজুর রহমান,গাংনী বাজার কমিটির সভাপতি মাহফুজুর রহমান স্বপন, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খোরশেদ প্রমুখ। আলোচনা সভা শুরুর আগে সন্ধানী স্কুণ এন্ড কলেজের শিক্ষার্থীদের নির্মিত প্রেসেন্টেশন দেখানো হয়। এ সময় সন্ধানী স্কুল এন্ড কলেজের একাডেমিক প্রধান মোঃ হাবিবুর রহমান, অধ্যক্ষ আক্তার হোসেন, উপাধ্যক্ষ আকতারুজ্জামান সহ,শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিক গণ উপস্থিৎ ছিলেন।