নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর
নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বসে না থেকে নারীদের নিজের পায়ে দাঁড়াতে হবে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, নারীকে আত্মবিশ্বাস নিয়ে এবং আত্মমর্যাদাশীল হয়ে চলতে হবে। মেয়েদের বসে থাকলে চলবে না বরং নিজের মেধা কাজে লাগিয়ে কর্মের মধ্য দিয়ে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে।
সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে নারীর সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার— উল্লেখ করে এ সুযোগ কাজে লাগিয়ে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে নারীদের প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরো বলেন, দেশের উন্নতি করতে হলে সমাজের সকলের উন্নতি একসঙ্গে করতে হবে।
নারীর ক্ষমতায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পথ তৈরি করেছিলেন— সে পথ ধরেই বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, নারীদের ঘরে বসে থাকলে চলবেনা, নিজেদের মেধা কাজে লাগিয়ে আত্মমর্যাদা নিয়ে চলতে হবে ।
অনেক উন্নত দেশের তুলনায় নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে আছে—উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রশাসন, বিচারবিভাগ থেকে শুরু করে বর্ডার গার্ডেও এখন নারীরা যুক্ত হয়েছেন।
এসব অর্জন নারীদেরই ধরে রাখতে হবে— অর্থনৈতিকভাবে নিজেকে স্বনির্ভর করে তুলতে নারীদের দিক নির্দেশনা দেন শেখ হাসিনা।
এদিকে, এবার হস্তশিল্প ও সমাজ কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে সফল পাঁচ নারী উদ্যোক্তার হাতে জঁয়িতা সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।