জয়পুরহাটে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
"সময় এখন নারীর উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহর এর কর্ম-জীবনধারা" এমন স্লোগান কে সামনে রেখে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয় আয়োজনের আংশিক একটি বর্ণাঢ্য র্যালী"নারী উন্নয়ন মেলা" আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির উদযাপনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জয়পুরহাট জেলা প্রশাসন ও জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক আয়োজনে জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রসঙ্গ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়পুরহাট অডিটোরিয়াম রুম টাউন হল এর সামনে গিয়ে র্যালীটি শেষ হয়।
উক্ত স্থানেই নারী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করার পরে জেলার অডিটোরিয়াম রুম টাউন হলে বর্তমানে নারীদের সকল সাফল্যরূপ তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবসের সকল কর্মসূচি, নারী উন্নয়ন মেলার উদ্বোধক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য,জয়পুরহাট জেলা আওয়ামীলীগ এর সভাপতি, অ্যাডঃ সামছুল আলম দুদু.এমপি।
নারী দিবস পালনে জেলা টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ মোকাম্মেল হক। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সহ অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোঃ রশীদুল হাসান, জয়পুরহাট জেলা পরিষদ এর (চেয়ারম্যান) প্রশাসক, মোঃ আরিফুর রহমান রকেট, জয়পুরহাট জেলা সমাজ সেবা অধিদফতর এর উপ-পরিচালক, সেলিম শাহ্, জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সাবিনা সুলতানা,জয়পুরহাট জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান,রেবেকা সুলতানা প্রমুখ সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা।