সারিয়াকান্দিতে গমির উদ্দীন স্কুল এন্ড কলেজের উর্দ্ধমূখী একাডেমিক ভবনের ফলোক উম্মোচন করেন: আব্দুল মান্নান এমপি
এম তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে ৭০লক্ষ ৫০হাজার টাকা ব্যয়ে ৬কক্ষ বিশিষ্ট উপজেলার সর্ববিদ্যাপিট গমির উদ্দীন বহুমূখী স্কুল এন্ড কলেজের ২য় ও ৩য় তলা একাডেমিক ভবনের উর্দ্ধমূখী ভবনের শুভ ভিত্তি প্রস্তর স্থাপনের ফলোক উম্মোচন করা হয়।
শক্রবার সকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে শুভ ভিত্তি প্রস্তর স্থাপন ও সূধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বগুড়া-০১ আসনের সংসদ সদস্য-৩৬, কৃষিবিদ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “এখন মানুষের চাওয়া পাওয়ার আর কিছুই নেই। জনগণের সকল চাওয়া পাওয়া শেখ হাসিনার সরকার পূরণ করেছেন। এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ সর্বক্ষেত্রে আ’লীগ সরকারের ছোঁয়া লেগেছে। আগামীতে এখানে প্রতিটি ইউনিয়নে ১০শয্য বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হবে। সেখানে সকল প্রসূতী মা’রা চিকিৎসা সেবা পাবে।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন। আর বাংলাদেশকে বিদেশ থেকে খাদ্য রপ্তানী করতে হয়না। বরং বাংলাদেশই বিশ্বের অনেক দেশে খাদ্য রপ্তানী করছে। গত ২৬আগষ্ট সারিয়াকান্দির কলেজ মাঠে প্রধানমন্ত্রীর কাছে রাখা দাবী নেত্রী পূরণ করেছেন। সেই সুবাধে উপজেলার সকল রাস্তার কাজ সংস্করণ ও সম্পসারণ করা হচ্ছে এবং ৩’শ ২৬ কোটি টাকা ব্যয়ে ৪লেনের রাস্তা করা হবে।” এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার সরকারকে এবং তাকে নৌকা মার্কায় ভোটদিয়ে পূণরায় আ’লীগ সরকারকে নির্বাচিত করে হ্যাটট্টিক করার সুযোগের পাশাপাশি ফুলবাড়ীতে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখান প্রধান অতিথি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, প্রকৌশলী জেলা শিক্ষা অধিদপ্তর মোঃ আলতাফ হোসেন, বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ও ফুলবাড়ি ইউনিয়নের সফল চেয়ারম্যান মোঃ আনোয়ারুত তারিক মোহাম্মদ, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় বিদ্যালয়ের অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবাধনে ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোকছেদুল আলম।