জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের আবেদন কখনোই মুছে যাবে না :প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের আবেদন কখনোই মুছে যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ৭ মার্চের ভাষণের ওপর সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, যুগ যুগ ধরে ইতিহাসে স্থান করে নেবে এ ৭ মার্চের ভাষণ।
তিনি আরো বলেন, দেশ, জাতীয় পতাকা, স্বাধীনতা ও মুক্তির সব নির্দেশনার পূর্ণাঙ্গ প্রতিফলন ছিল ৭ মার্চের ভাষণে।
পৃথিবীর সকল শ্রেষ্ঠ নেতাদের ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অন্যতম এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ওই ভাষণে ভবিষ্যত বাংলাদেশ গঠনের যে দিক নির্দেশনা ছিল সেই অনুযায়ী কাজ করছে তার সরকার।