বরগুনার পাথরঘাটায় গ্রামপুলিশদে গ্রাম আদালত বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বরগুনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলে গ্রাম আদালত বিষয়ে ০৫/০৩/১৮ ইং তারিখ পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ও রায়হানপুর ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত অরিয়েন্টেশন কর্মসুচীর শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হুমায়ূন কবির। এছাড়া উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পে ডিস্টিক ফ্যাসিলিটেটর কমল ব্যানার্জি, জেলা সসমন্বয়কারী অক্ষয় কুমার, উপজেলা সমন্বকারী শাহিনুর রহমমান। প্রশিক্ষণে নাচনাপাড়া ও রায়হানপুর ইউনিয়নের সকল গ্রাম পুলিশ অংশ গ্রহন করে। প্রশিক্ষন কর্মসূচী উদ্ধোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যে, গ্রামে অল্পখরচে ও কমসময়ে ন্যায়বিচার পেতে বাংলাদেশ সরকার গ্রাম আদলত কার্যকর করার জন্য গুরুত্ব দিয়েছে। দরিদ্র ও সুবধাবঞ্চিত জন গোষ্ঠী বিশেষ করে নারীদের জন্য তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একযোগে কাজতরে যেতে হবে । উপজেলা প্রশাসন সব সময় এ কার্যক্রমের পাশে থকাবে । তিনি গ্রাম পুলিশদের তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য নির্দেশ আব্যাহত রাখেন । তিনি সকলকে গ্রাম আদালত সক্রিয় করনে সহোযোগীতার জন্য আহবান জানান। উল্লেখ্য আগামি ১৩/৩/১৮ ইং তারিখ কাকচিড়া ও কাঠালতলি এবং ১৪/০৩/১৮ ইং তারিখ পাথরঘাটা, কালমেঘা ও চরদুয়ানী ইউনিয়নের গ্রাম পুলিশ দেরপ্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।