যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রী দুই বোনের মৃত্যু
যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রী দুই বোনের মৃত্যু ও আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
গাইবান্ধার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ি এলাকার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রী দুই বোনের মৃত্যু ও আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
নাভারন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক পলিটন মিয়া বলেন, শনিবার সকালে নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআচড়া বাজারের ফাস্ট সিকিউরিটি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো: বাগআচড়া বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী উপজেলার বাগুড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ফাতিমা খাতুন (১২) এবং একই বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্রী একই গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে জেরিন (১১)। তারা পরস্পর মামাত-ফুফাত বোন।
আহত আলমগীর হোসেন (৪৫) বাগআচড়া কলেজের প্রভাষক— তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলিটন মিয়া বলেন, আলমগীর মোটরসাইকেলে করে তার মেয়ে ও ভাগনিকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু দুটি মারা যায়।
ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ও সহকারী পালিয়েছে বলে তিনি জানান।