মেহেরপুরের গাংনীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধি
“জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। মেহেরপুরের গাংনী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত এ র্যালী ও আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জাতীয় পার্টি ( জেপি)’ নেতা আঃ হালিম, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি আলি রেজা প্রমুখ। আলোচসা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী দিলিপ কুমার সেন। উপ-সহকারি প্রকৌশলী মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিৎ ছিলেন, এমপি’র একান্ত সহকারি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল, গাংনী প্রেস ক্লাব এর সভাপতি সাংবাদিক রমজান আলি, উপজেলা প্রেস ক্লাব গাংনী’র সাধারণ সম্পাদক দৈনিক সময়ের কাগজ এর বিশেষ প্রতিনিধি এম এ লিংকন, ডেইলি নিউজথ্রী লাইভ এর বার্তা সম্পাদক এ সিদ্দিকী শাহীন, সাংবাদিক জিনারুল ইসলাম দিপু, বিভিন্ন ইউনিয়নের মেম্বর ও সচিবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে এলাকার ক্ষতিগ্রস্থ দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত শুকনা খাবার বিতরণ করা হয়।