শ্রীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন
টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার দুপুর ১টায় শ্রীপুর পৌরসভার পশ্চিম লোহাগাছ এলাকার পৌর কবরস্থান রোডে এটি স্থাপন করা হয়।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলহাজ¦ অ্যাডভোকেট মো. রহমত আলী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তরটি স্থাপন করেন। এসময় সাংসদের স্ত্রী নাদিরা রহমত আলীও উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রকল্প পরিচালক হাসান আহমেদ সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন খান মামুন, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ সোহেল, সাধারন সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, শ্রীপুর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রমূখ।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রকল্প প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, পাঁচ একর জায়গায় এটি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে। আগামী এক বছরের মধ্যে স্টেডিয়ামটি ব্যবহারোপযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।