গাংনীতে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর গাংনীতে মোটর সাইকেল দুর্ঘটনায় বাধন হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে এগারটার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়ক দিয়ে দ্রুত গতিতে মোটর সাইকেল চালানোর সময় আলগামনের সাথে ধাক্কা লাগে। নিহত বাধন হোসেন এ উপজেলার কল্যাণপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী কারি মিয়ার ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় নিহত বাধনের সহপাঠি জাহিদ হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাধন হোসেন স্কুল থেকে মোটর সাইকেল যোগে সহপাঠি জাহিদ হোসেনের সাথে ঘুরতে বের হয়। ফেরার পথে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর মাঠে মধ্যে পৌঁছায় দ্রুত গতিতে। এসময় গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে মোটর সাইকেলটির সামনে থাকা স্যালো ইঞ্চিন চালিত একটি আলগামনের পেছনে গিয়ে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। মাথায় আঘাতপ্রাপ্ত বাধনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। আশংকাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর পৌনে বারটার দিকে মারা যায়। দুর্ঘটনা কবলিত টিভিএস আরটিআর মোটর সাইকেলটিও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।