বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ৪০ নারী পুরুষসহ শিশু আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ৪০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক
করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সদস্যরা
মঙ্গলবার দুপুরের দিকে সীমান্তের ক্রাইম ফ্রি জোন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।এর মধ্যে একজন পাচারকারীর সদস্য আছে বলে বিজিবি জানায়।আটককৃতদের মধ্যে ১৯ জন পুরুষ,১৪ জন নারী, ৭জন শিশু রয়েছে। তাদের বাড়ী বরিশাল,খুলনা,নড়াইলসহ বিভিন্ন জেলায়।
দৌলতপুর ২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,বেশ কিছু নারী পুরুষ ভারত সীমান্ত পার হয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তে অবস্থান করছে, এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি সদ্যসরা। এ সময় এক পাচারকারীসহ ৪০ জন নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।