শার্শা লক্ষণপুর ইউপি চেয়ারম্যান উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের প্রতিক বরাদ্দ
মীর ফারুক শার্শা(যশোর)প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলা লক্ষণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দিয়েছে শার্শা উপজেলা নির্বাচন অফিস,
১৩ মার্চ সকাল ১০ টা থেকে শার্শা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জামান নিজ কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন,উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা জন্য প্রতিক বরাদ্দ পেয়েছেন ০১ মরহুম চেয়ারম্যান সালাহ উদ্দিন শান্তির সহধর্মিণী মোছাঃ আনোয়ারা বেগম (নৌকা) প্রতিক, ০২,মোঃ আহসান হাবীব খোকন (আনারস) প্রতিক ০৩ মোঃ কামাল হোসেন (চশমা) প্রতিক ০৪ মোঃ জুলফিকার হোসেন (রজনীগন্ধা) প্রতিক পেয়েছেন।
গত ০৯ জানুয়ারি লক্ষণপুর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন শান্তি মৃত্যবরণ করলে উক্ত চেয়ারম্যান পদটি শুন্য হলে,২০ ফেব্রুয়ারি যশোর জেলা নির্বাচন অফিস লক্ষণপুর ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসীল ঘোষণা করেন,চেয়ারম্যান পদে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা জন্য ৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন,০১,মোছাঃ আনোয়ারা বেগম ০২,মোঃ আহসান হাবীব খোকন ০৩,প্রফেসার গোলাম মোস্তফা ০৪,মহিদুর রহমান খাঁন ০৫ জুলফিকার হোসেন ০৬ গোলাম মোস্তফা (চাতাল) ০৭ শামসুর রহমান ০৮ সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ০৮ মাষ্টার সুলতান হোসেন মনোনয়ন পত্র সংগ্রহ করে, ০১ মার্চ শার্শা নির্বাচন অফিসারের কাছে ০৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেয়, তাদের মধ্যে মোঃ গোলাম মোস্তফার মনোনয়ন পত্র বাতিল করে শার্শা নির্বাচন অফিস,মোঃ শামসুর রহমান ও মোঃ সুলতান মাষ্টার তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন, এখন চুড়ান্তভাবে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছ।
আগামী ২৯ মার্চ লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, মোট ০৯ টি ভোট কেন্দ্রের ৪৮ টি বুথে ১৫ হাজার ৭ শত ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ মাধ্যমে নতুন ইউপি চেয়ারম্যান নির্বাচিত করবেন।